আমি যেন এক গাছ বকুল ফুল,
রাস্তার পাশে আছি
ঠায়ে এক পায় দাঁড়িয়ে,
সাদাকমলা ভালবাসা
গোজা কানের দুল,
ইচ্ছে করে কেউ আচল ফেলে
নিতে কুড়িয়ে।
একদিন এলে অনেক দিন পরে তুমি,
এক দমকা হাওয়া দক্ষিনের দুয়ার পারিয়ে,
জমা করা পুঞ্জিভূত যা ছিল অনুভূতি,
এক ঝাক প্রজাপতির মত দিলাম ঢেলে ঝুলিতে।
বড় লাগে ভাল,
যখন দেখি সেই ফুলগুলি তোমার ঝুড়িতে,
জীবন সার্থক হউক,
আমার ছড়ানো ফুল দিয়ে
তাই মনে ভাবি,