দেরাজে ছিল পরে বইখানা, কেনার পর হয়নি আমার পড়া, অদ্ভুত তার, নাম ছিল ‘আয়না’ কেন কেনা মনে আর পড়েনা। খুলি দেরাজ রোজ সকাল বিকেলটা, হাতে নিই বই, কিছু পড়ব বলে, কখনও হয় না নেওয়া এই বইটা, সে যেন লুকিয়ে পড়ে সবার পিছনে। চলে গেল অনেক শীত বসন্ত, বই পড়তে চুল হল সাদাটি, পড়েছি গল্প,রোমান্স, কাব্য… Continue reading আয়না
Month: December 2018
থালা চামচের রেষারেষি
রেষারেষি সর্বদা স্টিলের চামচে আর থালা দুইজনার থাকা শোবার, ব্যাবস্থা আলদা, কখনো সকনো হয় দেখা খাবার টেবিলে, শুরু হয় ঝগড়া একসাথে হয়েছে কি হয়েছে। চেচামেচি কান্নাকাটি বকাবকি কানাকানি, দুইজনের রেষারেষি, আওয়াজের ভেদ না জানি, চলতে থাকে ততক্ষন, ঠনঠনান টনাটন, অন্তরের বিদ্দেষ বিলক্ষন, বিচ্ছেদ করিনা যতক্ষন। একটু যদি স্পর্শ হয়, ঠং করে দেয় জানান, ধীরে চালাও… Continue reading থালা চামচের রেষারেষি
রাস্তা
বেশ পড়েছে আজ সকালের রোদটা, কাচা সোনা রঙ,উষ্ণ, একটি তেরছা, পরদার ফাকে নজরে পড়ে রাস্তা, রবিবার তবুও ছোটছুটিতে ব্যাস্ততা, মোটরবাইক,বড়ছোটো গাড়ি কি নেই, নানান মডেল চারচাকার হামাগুরি সেই, চালক ছেলেমেয়ে জোয়ান মধ্য নির্বিশেষে, সামনে দিয়ে হুশ করে যায় বেকে, গাড়ির চলার শব্দটা অদ্ভুতরকম, আস্তে শুরু, তার পর জোরকদম, ছিটিয়ে যায় একগাদা রাস্তার নোংরা, দোরগোড়ায় থাকে… Continue reading রাস্তা
You must be logged in to post a comment.