ঝাকরা চুল মেলে একেলা দাঁড়িয়ে, ওই তালগাছটি পুকুর পাড়ের ধারে, ছোটো থেকে বড় হয়েছে পাশে থেকে, কত গ্রীষ্ম বরষা দেখেছে দুজনে একসাথে। সেই চলেছে কত দিন মন দেয়ানেয়া, দুপুরবেলায় শান্ত জলে পরে তালের ছায়া, কত নীরব কথা চলে দুজনের মাঝে, আকাশ ছোয়ার খবর শোনায় পুকুরের কাছে, এই তো সেদিন যখন ভীষণ ঝড় এলো, সারা দিনরাতি… Continue reading ভালবাসার রঙ
You must be logged in to post a comment.