আমার দেখতে বড় ভাললাগে,যখন পাতা নড়ে হাওয়ার ছোয়ায়,কিচিরমিচির পাখী বসে মগডালে,সন্সারের খুটিনাটি মনে করায়। মনে হয় বসে কিছুক্ষন,জানালার দিকে তাকিয়ে থাকিপাশেপাশে থাকবে তখন,সেই যেমন ছিলাম একদিন সাথি। আমি কিন্তু সেই একইরকমভাবে,তেমনি মনে জ্বালাই দ্বীআএক মুঠি শিউলি দুই করতলে,অর্ঘ জানাই রোজ সকাল সন্ধ্যা। যে আমায় নিজের ভাবে,দূরের কিন্তু একান্ত আপনারসঁপেছি যত মোর ভাবনা তারে,খুশী সমস্ত করে… Continue reading মন আমার
Month: July 2017
অচিন পুরে
বেশ হত নয়তো,যদি যেতাম চলে অচিন পথে,তুমি আর আমি,চড়ে সাইকেলে, বসবে তুমি সামনে আচল উড়িয়ে। মাথায় থাকবে তোমারফুল কনকচাঁপা,শুনব তোমার কন্ঠেকয়েক টা মিষ্টি কথা। চার দেয়াল ঘুরে ফিরে চায়,একদিন হয়ত আসবে সে, এক গুচ্ছ হাসি নিয়ে দাঁড়ায়,প্রজাপতির মত পাখা মেলে। বলবে সে হেসে একমুঠি,কি করছেন?যাবেন নাকি?বল তো কি উত্তর দিই?