আমার খুশি অল্প খুশী,
ছোট্ট বাটিতে ভরা,
দু-চোখ মেলে যখন দেখি,
তোমার হাসির ছরা।
কথার জোয়ার যখন আসে,
ডাগর চোখেও ভাষার বাণী,
অপার জ্ঞানের ভান্ডার ভাসে,
নিশ্চলভাবে শুনি আমি।
ছোটো ছোটো সন্সারে,
বিলিয়ে দিয়ে ছোট্টো খুশির,
হাসির জোয়ার যে ঝাপিয়ে পড়ে,
অল্প সময় তেই আমার রাজকুমারীর।