ভোরের রবি প্রকাশে যখন কিরন,
আমার অপেক্ষা চিলেকোঠার ঘরে,
আসবে কখন এক মুঠি সমীরন,
নিয়ে সাথে একটুকরো রোদের চিলতে।
একথা ওকথা কত কথা শুনি আবার,
যেন দুনিয়া শেষ হয়ে যাবে একটু পরে,
কখনো শুনিনা তো একই কথা বারবার,
সময়ের ঘড়ি ঘুরপাক খায় আনমনে।
মিছে সবাই বেড়ায় খুজে,
মন্দির মসজিদে তার প্রমাণ,
আমার ইশ্বর তখন প্রকাশে,
যতক্ষণ করি তোমার ধ্যান।