দুই নৌকা জীবন নদীতে ভাসমান,
চলছিল আপন মনে হেলতে দুলতে,
দুটিই পুরোনো পথিক, ভরসা আসমান,
না জানি কখন এসেছে পাশে,চলতে চলতে।
আকাশ জোড়া, পালতোলা দুই মাথা,
ভাসতে দেখি একসাথে পাশাপাশি,
ঝড় এলে নদীতে দোলে যে দুজনই,
শান্ত সমুদ্রে আনন্দে করে কোলাকুলি।
ভিন্ন তরী,ভিন্ন সন্সার,
নিজ জীবনে মন মাতাল,
কখন গতি কখনো সুখা
চলে আকাবাকা যেন বেতাল।
মোহনার দিকে চলমান ধীরগতি,
শুভ্র পাল তুলে ভাসে জোড়া তরী,
দুটি মন যেন একই পথের যাত্রী,
ভালবাসার দেয়া নেয়ায় যেন দুটি পাখী।