কবিতা লিখি

জান কেন লিখি কবিতা?লেখা গুলি যে মনের কথা,কিছু ছবি,কিছু ভাবনা,যা সময়ের অভাবে বলতে পারিনা,আমার খুশী, আমার ব্যাথা,মান অভিমান ইর্ষার ছটা,কিছু শব্দে কাগজে তুলি,তোমার কাছেকাছে নিয়ে চলি।অনুভূতি আমার বন্ধ রইল,তোমার কাছে,কোন বাক্সে,সময় পেলে একবার খুলে দেখ,আনকোরা নতুন ঝিনুকের মতো।

হিসাবনিকেশের খাতা

হিসাবনিকেশের খাতায় সই,কত কিছু লেখা,কিন্তু মেলাতে পারি কই,সব যে মিছে আঁকাজোখা। বইয়ের পাতার মাঝে,কিছু শব্দ আছে,কিছু কথা শোনা,না বলা কিছু ভাষা। সবটাই প্রায় তোমারই,আমার টা আছে কই,এ শুধু কয়েক মুহুরত মাত্র,তোমায় করি কিছুকাল বিরক্ত। কথাবার্তার মাঝের সময়টুকুতেব্যাস্ত যখন তোমার সংসারেতে, কিছু পুতুল পুতুল খেলতে,আমি তখন হাতড়ে বেড়াই সময়টাকে। আছে তোমার সবকিছু  তাই পার ভুলিয়ে দিতে… Continue reading হিসাবনিকেশের খাতা