মহাকালের যাত্রী

আমরা সবাই মহাকালের যাত্রী,জন্ম হল সুদূর পানে,পাখা যেথায় মেলে শিখী,সরসীতে শতদলে গুঁজে ভ্রমর,খুঁজে বেড়াই সেই পুরনো ছবি। আমরা সবাই মহাকালের যাত্রীপ্রথম সময় এখানে ওখানে,ছিটকে বেড়িয়ে এপার ওপার,এখন আবার মায়ার টানে,খুঁজে বেড়াই সেই পুরনো দুয়ার। আমরা সবাই মহাকালের যাত্রী,এল সব কত আপনজন,যাত্রাপথে খেলনা হাতে,একের পর এক গেল যে সবাই,ছবি এঁকে স্মৃতি হৃদমাঝারে। আমরা সবাই মহাকালের যাত্রীকত… Continue reading মহাকালের যাত্রী