অপেক্ষা

সখী,জল আনিতে কখন যাবি                             ইছামতীর ঘাটে?বসে আছি তখন থেকে                         কলসি নিয়ে কাখে। মিছে তোর বাহানা দেখি,           কেনই বা এত উদাস?বাশী হাতে বসে আছে যে রাই            তাই তো যাবার প্রয়াস।জল আনিতে যাবি যখন              কেনই বা এত শৃঙ্গার?নদীতীরে যে বসে আছে রাই,              নিয়ে যেতে সাত সমুদ্র পার।

মংগলকামনা

যতই উঠুক না চাঁদ আজ আকাশে,জ্বলুক না কতই তারা মেঘপাশেসুসজ্জিত আভরণে রংগিত ছুটির নয়নজোরমনে মোর আনলো যে খুশীর জোয়ার,তারই পাশে দাড়ায়ে ভগবান সমীপে,মংগল কামনা করি নিবেদন করজোড়ে।

জোয়ার

অবাক লাগে,ব্যাপারটা সামান্য,তোমার কাছে হয়ত,আমার কাছে প্রতিবার অনন্য,হাসবে তুমি বলতো। ঘুরি ফিরি সারাবেলা কল্পনার জগতে,নিজের সাথে কথা বলা,হয়ে যাই ক্লান্ত শেষে,বুঝতে পারি সেই ভাটার টান,অনেকক্ষন যে স্বর শুনিনিতার এইটুকু  সময়ের দান,চাতকের মত চাহিয়া রহি। ভাটার মুহুরতে কাদামাটিতেআসে যে এক জোয়ার ভরাএকটুকু বারতা একটু কথাতেমনে হয় আমি যে নই একেলা। জোয়ার ভাটার এই খেলায়দোলে যে আমার… Continue reading জোয়ার

মন আমার

আমার দেখতে বড় ভাললাগে,যখন পাতা নড়ে হাওয়ার ছোয়ায়,কিচিরমিচির পাখী বসে মগডালে,সন্সারের খুটিনাটি মনে করায়। মনে হয় বসে কিছুক্ষন,জানালার দিকে তাকিয়ে থাকিপাশেপাশে থাকবে তখন,সেই যেমন ছিলাম একদিন সাথি। আমি কিন্তু সেই একইরকমভাবে,তেমনি মনে জ্বালাই দ্বীআএক মুঠি শিউলি দুই করতলে,অর্ঘ জানাই রোজ সকাল সন্ধ্যা। যে আমায় নিজের ভাবে,দূরের কিন্তু একান্ত আপনারসঁপেছি যত মোর ভাবনা তারে,খুশী সমস্ত  করে… Continue reading মন আমার

অচিন পুরে

বেশ হত নয়তো,যদি যেতাম চলে অচিন পথে,তুমি আর আমি,চড়ে সাইকেলে, বসবে তুমি সামনে আচল উড়িয়ে। মাথায় থাকবে তোমারফুল কনকচাঁপা,শুনব তোমার কন্ঠেকয়েক টা মিষ্টি কথা। চার দেয়াল ঘুরে ফিরে চায়,একদিন হয়ত আসবে সে, এক গুচ্ছ হাসি নিয়ে দাঁড়ায়,প্রজাপতির মত পাখা মেলে। বলবে সে হেসে একমুঠি,কি করছেন?যাবেন নাকি?বল তো কি উত্তর দিই?

বৃষ্টি গুরুগম্ভীর

গরজন গুরু গুরু গম্ভীর,সাথে রিমি ঝিমি বৃষ্টি,আকাশ ছিড়ে বিজলীর শরীর,আজ বিকেলে মহাকালের সৃষ্টি। জানালার গায়ে বিন্দু ফোটা,নিয়নবাতির আবছা আলো,ভেজা দেয়াল ভেজা রাস্তা,শুধু শুনি টঙটঙ রিক্সার গলা। রাস্তার জল গড়িয়ে যায়,লুকিয়ে পড়ে গভীর অতলে,নোংরাকালো সব ধুয়ে নিয়ে,মনের পরদা পরিস্কার করে দিলে।

destiny

Full ahead,It is  the destiny, You may not see it,she opens up opportunity,when you reach it,look back with humility,with compassion and serenity. Never close a door behind,may need to visit them a while,destiny they were for you indeedonce upon a time. Destiny switches on the dark channel,would provide a lamp far although,a light at the… Continue reading destiny

উড়ে যেতে চাই

নীল আকাশে  ভাসে  যে ঐ    মেঘের সাদা ভেলা  তার মাঝেযে  উড়ে যে ঐ    হাজার বকের মেলা  চায় উড়তে  মন যে আমার    রামধনুর  দেশে ঘুরে ঘুরেযেথা  শুধুই  আছে খুশী মজা,    দুঃখ  রয় যে দূরে দূরে। খোলা হাওয়ায় মেলে দেব চুল,          অসীম অজানায় করব স্নান,রবি  কিরনে জ্বলবে নাকের ফুল,           ভ্রমর মাঝে  গুনগুনিয়ে গান। মনেরমত চাই শুধু যে এক সাথী,       … Continue reading উড়ে যেতে চাই

কিশোরী মন

গাছের পাতা সবুজ,            ঘাসের তৃণ সবুজ,পাথর পান্না সবুজ,          কিশোরী মন সবুজ,বাগানে তোমার যা কিছু সামলাও,তোমার মনের মত সতেজ সবুজ।

বাচতে চাই

পাখী হয়ে নিল আকাশে উড়তে চাই,মেঘে ভেজা তুলোর মত ভাসতে চাই,পাহাড়ের গায়ে আঘাত দিয়ে বাচতে চাই,সহস্রশলিলা হয়ে নামতে চাই। আমি যে ভালবাসতে চাই,রামধনু হয়ে রঙ বিলোতে চাই,ফুল হয়ে তোমার আচলে বসতে চাই,কাজল হয়ে আঁখিপাতায় থাকতে চাই। আমি যে নদী,বিলীন সমুদ্রে মেলার আগে,দুইফোটা চোখের জল শুকিয়ে যাওয়া,ভোরের পাখী ঘুম ভাংগার আগে,শেষ শীষিরবিন্দু পাতা থেকে পড়া ।