ঘুরি উড়াই কল্পনায়,লুকিয়ে রাখি বটতলায়,একদিন হবে গাছে নতুন পাতা,দুইহাতে করব অর্ঘ ,জীবনের সমস্ত ভালবাসা,নতুন পাতাসব বুঝবে আমার মন,অবশ্য, না বুঝলেও ক্ষতি নেই,সে তো আমার আপনজন।আমি আছি তার আচলে,এলাম হঠাত চোরা কাটা হয়ে,কখনো বা দরপন আমি,দেখি কি করে সাজো তুমি,হয়ত তোমার বালিশ হয়েগাল টাকে একটু আদর করেকখনো বা ভেজা চোখআলতো করে মুছিয়ে দিয়ে।
Category: Uncategorized
গোপন হাস্নুহানার বাস
যখন সময় খারাপ চলে,তখন ভাবি চাঁদনি রাত,যখন সময় ভালো,তখন গরম দূপুরের তপ্ত তাত। কিন্তু মনের জানালায়উকি দেয় যে একজনই,হাসিমুখে আশা দেয়,দূরে তবু কাছে থাকে সবসমই। ভুলে যাই সময় কাল পরিবেশ,আমি তো কিছু লিখে খালাস,জোতস্নার মত তোমার আলো,স্নিগ্ধ গোপন হাস্নুহানার সুবাস। তাই যখন তুমি কথা বল,প্রকাশ তোমার আবেগ যত,আমার ভাষার খেয়া হারাই প্রাণ ভরে সেই গন্ধ… Continue reading গোপন হাস্নুহানার বাস
তুমি কি কেবলি ছবি
রবি প্রকাশে পুরব দিগন্তে,অপেক্ষারত সুরজ্যমুখীর তরে,গ্রিবা উঠাইয়া লবঙ্গলতা,হলুদ বরন শাড়ী পরিয়া,আপন মনে আলের পাশেমন্দগতিতে কলসি কাখে চলে,রবি তাহার লাগি পিছে পিছেআলোর দীপ লইয়া হাতে,ললনার গৌড়বরন মুখসম ঊষ্ণ তাপে উজ্জলিত,ভাবে রবি, তুমি কি কেবলি ছবি?
রইনু চেয়ে
চোখের পলক যখন ঝাপটাও,সাদা পায়ারা যেরকম তোলে পেখম,মনে আমার ঢেউ এনে দাও,জানতে চেয়েছ কি? এর দাম কেমন? আনমনা তর্জনী তে সরাও চুল কখনো, গাছের পাতার মত হাওয়ায় দোলে দুল,গলায় ভাসে সরু পাতার সুতোনাকের পরে জ্বলে সোনার ফুল।
রাজহংসী
আমার খুব মায়া হয়,তুমি যে তোমাকে দেখতে পাও না,যখন তুমি চোখ বন্ধ কর,আর মুখ টা উচু করে রাখ, সেই রুপ যদি পারতাম দেখাতে,তুমি যেন সকালে ফোটা,এক শিউলি ফুল,এখনো পাতায় লেগে আছে,এক বিন্দু আশ। ভুরু তোমার দুই নোউকা,শান্ত কপালে ভেসে বেড়ায়,চোখ যে দুই আদরের চাদরে ঢাকা,চাপা হাসি মেঘের ঘোমটাপরা। আমি দেখি সেই রাজহংসী,সাদা যুই ফুলের মাঝে,স্পর্শ… Continue reading রাজহংসী
peeping into your heart
when I peep into your heart,I see a pretty pink little room,two windows on the wall,one of them in golden frame,let you see the world,the way it wants it,another window smaller one,much higher the eye level,wants you see the world,the way you want to see. The smaller windowhiding from everyone,brings you warmth in cold winter,moonlight… Continue reading peeping into your heart
কবিতা লিখি
জান কেন লিখি কবিতা?লেখা গুলি যে মনের কথা,কিছু ছবি,কিছু ভাবনা,যা সময়ের অভাবে বলতে পারিনা,আমার খুশী, আমার ব্যাথা,মান অভিমান ইর্ষার ছটা,কিছু শব্দে কাগজে তুলি,তোমার কাছেকাছে নিয়ে চলি।অনুভূতি আমার বন্ধ রইল,তোমার কাছে,কোন বাক্সে,সময় পেলে একবার খুলে দেখ,আনকোরা নতুন ঝিনুকের মতো।
হিসাবনিকেশের খাতা
হিসাবনিকেশের খাতায় সই,কত কিছু লেখা,কিন্তু মেলাতে পারি কই,সব যে মিছে আঁকাজোখা। বইয়ের পাতার মাঝে,কিছু শব্দ আছে,কিছু কথা শোনা,না বলা কিছু ভাষা। সবটাই প্রায় তোমারই,আমার টা আছে কই,এ শুধু কয়েক মুহুরত মাত্র,তোমায় করি কিছুকাল বিরক্ত। কথাবার্তার মাঝের সময়টুকুতেব্যাস্ত যখন তোমার সংসারেতে, কিছু পুতুল পুতুল খেলতে,আমি তখন হাতড়ে বেড়াই সময়টাকে। আছে তোমার সবকিছু তাই পার ভুলিয়ে দিতে… Continue reading হিসাবনিকেশের খাতা
পাগলপানা
কাটলো সকাল,কাটলো বিকেল,কি এমন ব্যাপার তাই ভাবো তুমি,কত কথার মাঝে হারিয়ে যাই, তাকিয়ে রই যখন তার দিকে,এক পলকের নিমেষ, তবুডুবে যাই যেন ওই দুটি কালো চোখে। কি এমন পাগলপানা,কিছু নাই তো দেবার বাকি,চাই না কোন মনিমুক্তা দামি সোনা,হৃদয়ে রাখিও তোমার সুরের সাথি।
sunshine of my life
In dry summer or a cold winter bright,a shiny day or a stormy night,I would always wait for you there,for your caring hand,with mittens a pair. I see you everywhere,I see you in everyone,I feel you in the air I breath,Just let the hair go down,I can see it. Let the cloud give you shade,Let… Continue reading sunshine of my life
You must be logged in to post a comment.