প্রভাতে ভৌরবীর সাথে গাথি শিউলির মালা,সজত্নে সাজাই তারে অন্তরের গভীর গোপনে,সন্ধ্যারাগের বাশীর সুরে শিউলি হয় হাস্নুহানা,রাতের পুরবীর ডাকে সকালে শিউলির মত ঝরে।
Category: Uncategorized
the last few steps
For many many decades basking in my den, sleeping with arrogance stoning my heart to death. A new dawn arrived in the lull, it had it’s own colour and hue, vibrant laughter linger in the wall, delicate like a drop of morning dew. I saw the night and the stars, through those pair of eyes,… Continue reading the last few steps
আমার ঘর
মেঘকরা বাদলের সাথে আমি করি ঘর,হাসে গায়ে সে আমার হাসি কান্নার সাথে,তবুও মাঝে মাঝে ভাবে আমি নাকি পর,তাই মুখ লুকায় সাদা মেঘের পিছে,সিক্ত করে তার আপন আচল খানি,অজানা আতনকে সঘনে অশ্রু ঝরায়,ভাসিয়া ডাগর কাজলা আখিখানি,ফিরে খুশীর মরসুমে শিউলি ফুল ছড়ায়।
কলকাতা মহানগরী
ভাল লাগে আমারবাজার করতে,মুকুন্দপুরের সেই বাজার,ছোট ছোট দোকানে,সাজিয়ে রাখা আনাজ,মসৃণ বেগুন আলু পেয়াজ,জ্বলছে টিম টিম করে,তবে কেরোসিন নয়কো,সতেজ আলো ইলেক্ট্রিকের। দড়াদড়ি আছে এখনো,মিষ্টিসুরে,ধিমি বায়না,তবে হা,পেলাম চা মাটির খুড়িতে একটাকা। সারি সারি দোকান পাট,হাড়ি কলসি জামা শাড়ি,নতুন বিক্রি,পুরানো খাট,খরিদ্দার সবাই যায়,লুঙ্গী গেঞ্জি, টি শার্ট জিন্স,জুতা চটী খরম পায়ডুরেশাড়ি ,স্কারট পড়া teenস। নিরীহ নিলিপ্ত মানুশ অগুন্তি,খুজে বেড়ায়… Continue reading কলকাতা মহানগরী
life
life is so funny, You care so much and they leave thee, one by one just like leaves falling out of tree. You love someone, she misunderstands sometime turning love into silent one. You tried hard to make her believe thee the tide came so naturally, the good person inside you only beckoned me. I… Continue reading life
চলতে গিয়ে
সমুদ্রের তীর ধরে আমরা সবাই,জীবনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাই,কুঁড়িযে তুলি ঝিনুক শঙ্খ প্রবাল,ভাল মুহুর্তগুলিতে একই খেয়াল। ঢেউয়ের তালে তালে চলতে গিয়ে,কখন চলে গেছি অনেক দূরে,একেলা আমি ,থমকে থামি,অনেক দূরে তোমরা আছ,সংসার খেলা খুশিতে খেলছ,ভুল তখনই বুঝতে পারি, বাকি আছে খেলার শেষ ঘন্টা খানি,ধীরে ধীরে তাই সরে আসি,আমার পথ যে গেছে বেঁকেঅনেক আগে অনেকখানি।
ভৌত্রত শেষ
আজ ৩০ চৌত্র,ত্রয়োদশী,সন ১৪২৪ এর শেষ প্রভাত,ঝাপিয়ে পড়ল সুরজ্যের রশ্মি,নীল পুকুরের সবুজ জলে। একেলা তো আমরা সবাই,তবু কেন ইচ্ছে দোসর করতে,জন্ম মৃত্যু ঘটনা আমারই,কেন পারি না আমিই স্থির করতে। ইচ্ছে করে ডুবিয়ে দিইআশা আকাঙ্ক্ষা মায়া মমতা,কোলাহল থেকে দূরে চলে যাই,ছেড়ে মান অভিমান অনুশোচনা। হয় না কেন এমন,যদি পারতাম ভুলতে সবকিছুশুধু রইবে সবসময় আজ,কষ্ট পাবে না… Continue reading ভৌত্রত শেষ
ভুলে যাব বলে
সব কিছু ছেড়ে দূরে যাব চলে ? জ্ঞানের ভান্ডার খুজে পেয়েছি প্রিয়, কি করে তাই যাব আমি ভুলে, সেমি কোলনের মত দাড় করিয়ে দিও। বাকি জীবনটা বেশ চলবে, সন্সারে গদ্যর সাথে কিছুটা পদ্য না হয় নিলে, পড়ে ফেলে দিতে। পড় শেষ লাইনটা, খুজে পাও আমার মন, একাকিত্তের কাতরতা, আচ্ছন্ন করে জীবন। মাঝেমধ্যে হয় চেষ্টা ,… Continue reading ভুলে যাব বলে
খুঁজে ফিরি
খুঁজে ফিরি তোমায় আকাশে বাতাসে,কখনো বা বইয়ের পাতায় লক্ষ অক্ষরের মাঝে,জানালার সামনে বিশাল গাছের পাতার ফাঁকেফাঁকে,ঘড়ির কাটার টিকটিক শব্দের মাঝখান। তোমায় দেখিতে পাই না,তবু জানি তুমি আছ,হৃদয়ের অন্তরালে জ্বালিয়েছোট্ট এক আশার আলো। ওই এক ছোটো আলোর রশ্মি,ওই এক মিষ্টি সকালে কুহু বেলা।মন খারাপের দুপুরবেলায় কণ্ঠধ্বনি,জীবনের শেষ প্রান্তে গোধুলীর রঙ খেলা।
ভোরের কিরন
ভোরের রবি প্রকাশে যখন কিরন,আমার অপেক্ষা চিলেকোঠার ঘরে,আসবে কখন এক মুঠি সমীরন,নিয়ে সাথে একটুকরো রোদের চিলতে। একথা ওকথা কত কথা শুনি আবার,যেন দুনিয়া শেষ হয়ে যাবে একটু পরে,কখনো শুনিনা তো একই কথা বারবার,সময়ের ঘড়ি ঘুরপাক খায় আনমনে। মিছে সবাই বেড়ায় খুজে,মন্দির মসজিদে তার প্রমাণ,আমার ইশ্বর তখন প্রকাশে, যতক্ষণ করি তোমার ধ্যান।
You must be logged in to post a comment.