নীল আকাশে ভাসে যে ঐ মেঘের সাদা ভেলা তার মাঝেযে উড়ে যে ঐ হাজার বকের মেলা চায় উড়তে মন যে আমার রামধনুর দেশে ঘুরে ঘুরেযেথা শুধুই আছে খুশী মজা, দুঃখ রয় যে দূরে দূরে। খোলা হাওয়ায় মেলে দেব চুল, অসীম অজানায় করব স্নান,রবি কিরনে জ্বলবে নাকের ফুল, ভ্রমর মাঝে গুনগুনিয়ে গান। মনেরমত চাই শুধু যে এক সাথী, … Continue reading উড়ে যেতে চাই
কিশোরী মন
গাছের পাতা সবুজ, ঘাসের তৃণ সবুজ,পাথর পান্না সবুজ, কিশোরী মন সবুজ,বাগানে তোমার যা কিছু সামলাও,তোমার মনের মত সতেজ সবুজ।
বাচতে চাই
পাখী হয়ে নিল আকাশে উড়তে চাই,মেঘে ভেজা তুলোর মত ভাসতে চাই,পাহাড়ের গায়ে আঘাত দিয়ে বাচতে চাই,সহস্রশলিলা হয়ে নামতে চাই। আমি যে ভালবাসতে চাই,রামধনু হয়ে রঙ বিলোতে চাই,ফুল হয়ে তোমার আচলে বসতে চাই,কাজল হয়ে আঁখিপাতায় থাকতে চাই। আমি যে নদী,বিলীন সমুদ্রে মেলার আগে,দুইফোটা চোখের জল শুকিয়ে যাওয়া,ভোরের পাখী ঘুম ভাংগার আগে,শেষ শীষিরবিন্দু পাতা থেকে পড়া ।
a pair of high heel shoe
Loneliness, is like a high heel shoe,a single misplaced high tempered brat,sitting silently in a corner locker,patiently waiting for a pick up. Day and night, listening the same beat,the day has gone when he used to shine,with the loving and caring hand,stromping on the road head held high. The dearie has become prettier,she needs something… Continue reading a pair of high heel shoe
ভালোলাগা
ভালোলাগা আর ভালবাসার মাঝেযোজনখানেক দূর,বুঝিনি সেটা তখন আগে,দুটিতে বাজে ভিন্ন ভিন্ন সুর। কিছু সময় কথা বলা,পাশাপাশি হাটাহাটি,দুই ভিন্ন হৃদয়ের মেলামেশা,জীবনের কুসুমকাননে কথাকলি। শুরু হয় পালা দেয়ানেয়া,একসাথে থাকার সাথে,বুঝে নেওয়া দু:খ বেদনা,হাসি কান্নার মাপকাঠিতে। প্রথম সাথী নবীন মনের,অলস গভীর গোপনে,চলে পালা মান অভিমানের,বোঝাপড়ার সাথে সাথে। ভাললাগা তাই প্রথম পাঠ,বর্নপরিচয়ের মতই সরল,ভালমন্দের নাই বিচার,মন তখন তরল নিরমল।… Continue reading ভালোলাগা
সোদা গন্ধটা
কতদিন ধরে ভাবছি,গন্ধটা পেয়েছি কোথায়,একটা অদ্ভুতধরনের সুবাস,কোন এক ফুল ফোটা জোতস্নায়। আমি খুজে বেড়াই,বাস্তবে সপ্নে হেথায় হোথায়,মিষ্টি সোদা গন্ধ ভেজা ফুল,আছে কিন্তু লুকিয়ে বেড়ায়। আনাচেকানাচে সোফার পাশে,গন্ধটা যেন তোইরী আমার জন্যমাঝেমধ্যে পাই যখন যাই কাছে,কই আর কেউ পায় না কখনো। সপ্ন কখনো হয় না কি সত্যি,বুঝি কি করে গন্ধটা কিসে,হঠাত করে পেলাম যখন নাকে,ভেজা চুলটা… Continue reading সোদা গন্ধটা
ছোট নোউকা
ছোট মোর নোউকা খানি,খালের পারে বাধা খুটিতে,করি পারাপার, যে চায় আসি,সকাল সন্ধ্যা, বিনা কড়িতে। আছে এক ছোট ছাউনি,কলস ভরা জল,আমার ভাসমান কুঠি,দৈন্য কিন্তু সদা সচল। রুপকুমারী কাঞ্চনকন্যা বাহন আমার পছন্দ করে,আলতা পায়ে আসিল যখন,উঠিবে না অন্য কোনখানে। লাল ডুড়িকাটা শাড়ি পড়নে,চম্পক ফুলে সাজা ঘন চুল,বসিয়া মোর ছাউনি তলে,দোলে তার সবুজ কানের দুল। আসমান পানে চাহিয়া… Continue reading ছোট নোউকা
সাদা ফেনা
কই এলো না তো, সেই এলোকেশী, কপালে টিপ,মিষ্টি হাসি, যেন সমদ্রের তীরে এসে ঝাপিয়ে পড়া এক গুচ্ছ সাদা ফেনা,আমার বালুকাময় শুস্ক হৃদয়ে,সাদা ফেনায় নিয়ে আসা ঝিনুকগুলি,শুধু করে খেলা।
নিজের ইচ্ছামত
ছোট মোর নোউকা খানি,খালের পারে বাধা খুটিতে,করি পারাপার, যে চায় আসি,সকাল সন্ধ্যা, বিনা কড়িতে। আছে এক ছোট ছাউনি,কলস ভরা জল,আমার ভাসমান কুঠি,দৈন্য কিন্তু সদা সচল। রুপকুমারী কাঞ্চনকন্যা বাহন আমার পছন্দ করে,আলতা পায়ে আসিল যখন,উঠিবে না অন্য কোনখানে। লাল ডুড়িকাটা শাড়ি পড়নে,চম্পক ফুলে সাজা ঘন চুল,বসিয়া মোর ছাউনি তলে,দোলে তার সবুজ কানের দুল। আসমান পানে চাহিয়া রহে,চোখে… Continue reading নিজের ইচ্ছামত
dream
I am just like anyone should be,I like to laugh to run around playingI run behind butterflies,honey bee just to see,them flying. I love listen to your story,the real things from your life,they seem dreams to me. Floating softly in front of my eyes. A picture behind the mirror,just like a piece of my dream,she… Continue reading dream
You must be logged in to post a comment.