চিনি তারে ,চিনিতে না পারি

সুন্দর এই ভুবনে আগমন কত মানবের,
ভিন্ন মত,ভিন্ন ভাষা সমন্য্য়ে বিভিন্ন রুপের,

অসন্খর মাঝে চিনি শুধু একজন,
সে আমার ছোট্ট ছোট,
একান্ত আপনজন।

কভু চিনিতে না পারি,
কিন্তু চিনি  জানি তারে,
ভালো মন্দ সবকিছু,
সপে দিলাম তারে।

কি জানি কেমন সে জন,
অধর চাপিয়া সজ্য করে আমার মন,
মুখের হাসী মোর চোখে ভাসে,
একটুকু ছুঁয়ে বলে আমায় ভালোবাসে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.