সুর বিনা

যতক্ষন রই তোমার কাছে,
মনমন্দিরে বীণার সুর বাজে,
রঙিন হয়ে ওঠে সভাগৃহ
তোমার হাসির আলোয় মুখরিত।
সময় বহিয়া যায় নি:শব্দে
আধার যখন আসিল ফিরে
নিজ মনে রাখি, না বলা কথাগুলি,
অনেকদিন যখন দেখা না পাই,
সাদাকালোয় বেধে রাখি ভাবনাটা,
যদি বেসুর হয়ে যায় মনটা। 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.