কাটলো সকাল,কাটলো বিকেল,
কি এমন ব্যাপার তাই ভাবো তুমি,
কত কথার মাঝে হারিয়ে যাই,
তাকিয়ে রই যখন তার দিকে,
এক পলকের নিমেষ, তবু
ডুবে যাই যেন ওই দুটি কালো চোখে।
কি এমন ব্যাপার তাই ভাবো তুমি,
কত কথার মাঝে হারিয়ে যাই,
তাকিয়ে রই যখন তার দিকে,
এক পলকের নিমেষ, তবু
ডুবে যাই যেন ওই দুটি কালো চোখে।
কি এমন পাগলপানা,
কিছু নাই তো দেবার বাকি,
চাই না কোন মনিমুক্তা দামি সোনা,
হৃদয়ে রাখিও তোমার সুরের সাথি।
কিছু নাই তো দেবার বাকি,
চাই না কোন মনিমুক্তা দামি সোনা,
হৃদয়ে রাখিও তোমার সুরের সাথি।