আমার খুব মায়া হয়,
তুমি যে তোমাকে দেখতে পাও না,
যখন তুমি চোখ বন্ধ কর,
আর মুখ টা উচু করে রাখ,
সেই রুপ যদি পারতাম দেখাতে,
তুমি যেন সকালে ফোটা,
এক শিউলি ফুল,
এখনো পাতায় লেগে আছে,
এক বিন্দু আশ।
ভুরু তোমার দুই নোউকা,
শান্ত কপালে ভেসে বেড়ায়,
চোখ যে দুই আদরের চাদরে ঢাকা,
চাপা হাসি মেঘের ঘোমটাপরা।
আমি দেখি সেই রাজহংসী,
সাদা যুই ফুলের মাঝে,
স্পর্শ করি কপোল তোমার,
আমার প্রানের সপ্ন দিয়ে,