তুমি কি কেবলি ছবি

রবি প্রকাশে পুরব দিগন্তে,
অপেক্ষারত সুরজ্যমুখীর তরে,
গ্রিবা উঠাইয়া লবঙ্গলতা,
হলুদ বরন শাড়ী পরিয়া,
আপন মনে আলের পাশে
মন্দগতিতে কলসি কাখে চলে,
রবি তাহার লাগি পিছে পিছে
আলোর দীপ লইয়া হাতে,
ললনার গৌড়বরন মুখসম 
ঊষ্ণ তাপে উজ্জলিত,
ভাবে রবি,
তুমি কি কেবলি ছবি?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.