চোখের পলক যখন ঝাপটাও,
সাদা পায়ারা যেরকম তোলে পেখম,
মনে আমার ঢেউ এনে দাও,
জানতে চেয়েছ কি? এর দাম কেমন?
সাদা পায়ারা যেরকম তোলে পেখম,
মনে আমার ঢেউ এনে দাও,
জানতে চেয়েছ কি? এর দাম কেমন?
আনমনা তর্জনী তে সরাও চুল কখনো,
গাছের পাতার মত হাওয়ায় দোলে দুল,
গলায় ভাসে সরু পাতার সুতো
নাকের পরে জ্বলে সোনার ফুল।
গাছের পাতার মত হাওয়ায় দোলে দুল,
গলায় ভাসে সরু পাতার সুতো
নাকের পরে জ্বলে সোনার ফুল।