খেলা

একদিন খেলার ছলে দেখেছি তোমায়,
কয়েক মুহুরত মাত্র, সাথি ছিলে
আজ হারিয়ে গেছে হয়ত সেই সময়,
কিন্তু তুমি যে মিশে গেছ মোর ধমনিতে।
তোমার সৌরজগত ভাব তুমি আলাদা,
তোমার সন্সার সাথী বন্ধু সকল
আমি যে তোমার জগতে ধুমকেতু,
যুগ যুগান্ত ধরে যাই ঘুরে, পোশাক অদল বদল।
আমার কাছে ভালবাসা  এক বোধশক্তি,
তোমার আনন্দ,তোমার ব্যাথার সাক্ষী,
যে কটি পল, কাটাই সময় কাছেপিঠে,
তোমার দীপশিখার উষ্ণতার অপেক্ষি।
কল্পনায় প্রতি দিনরাত্রি তুমি যে মোর সাথে,
আমার মনের খেলার সাথী তুমি,
খেলতে খেলতে যে চলে গেছি একসাথে,
অনেক দূরে দুই হাত ধরাধরি।
নতুন করে তাই লিখে যাই আজ,
এক নাম না জানা ভালবাসা,
যেখানে হয়ত নেই কিছু চাওয়া পাওয়া,
কিন্তু আছে অনেক সাহস শান্তি ভরসা।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.