তুমি যদি হও পৃথিবী,
আমি দূরের নীল আকাশ,
হাতছানি দিয়ে ডাকি,
তুমি দাও সাড়া, নয়ন তুলে হেসে,
তোমার আছে সংসার,
ফুল ফল মাটি বেলের পাহাড়,
আরো আছে মানুষ পাখি কত অগুন্তি,
আমার যে তুমিই একমাত্র,
তোমাতে মিলতে উড়ি দূর দিগন্ত,
মেঘমালার মারফত পাঠাই চিঠি,
মনেআসা কিছু দিও না জবাবী,
আমি যে যতনে কুড়াই,
তোমার ফেলে দেওয়া কিছু,
ভালবাসার পাপড়ি,
তোমার অজান্তে,
মনে কিছু করোনা কভু।