কতদিন ধরে ভাবছি,
গন্ধটা পেয়েছি কোথায়,
একটা অদ্ভুতধরনের সুবাস,
কোন এক ফুল ফোটা জোতস্নায়।
আমি খুজে বেড়াই,
বাস্তবে সপ্নে হেথায় হোথায়,
মিষ্টি সোদা গন্ধ ভেজা ফুল,
আছে কিন্তু লুকিয়ে বেড়ায়।
আনাচেকানাচে সোফার পাশে,
গন্ধটা যেন তোইরী আমার জন্য
মাঝেমধ্যে পাই যখন যাই কাছে,
কই আর কেউ পায় না কখনো।
সপ্ন কখনো হয় না কি সত্যি,
বুঝি কি করে গন্ধটা কিসে,
হঠাত করে পেলাম যখন নাকে,
ভেজা চুলটা যখন এল উড়ে পাশে।
এবার বলবে? গন্ধটা কিসের?
মাথার তেল,শাম্পু বা পারফিউম?
ভালবাসার দুই বিন্দু অশ্রু কি,
মুহুরত পরে যা হৃদয়ে থেকে যায়।
গন্ধটা মনের সৌন্দর্য,
কোথাও খুঁজে পাওয়া যায় না বাইরে,
থাকে শুধু নিজের মনের মণিকোঠায়।