ভালোলাগা

ভালোলাগা আর ভালবাসার মাঝে
যোজনখানেক দূর,
বুঝিনি সেটা তখন আগে,
দুটিতে বাজে ভিন্ন ভিন্ন সুর।
কিছু সময় কথা বলা,
পাশাপাশি হাটাহাটি,
দুই ভিন্ন হৃদয়ের মেলামেশা,
জীবনের কুসুমকাননে কথাকলি।
শুরু হয় পালা দেয়ানেয়া,
একসাথে থাকার সাথে,
বুঝে নেওয়া দু:খ বেদনা,
হাসি কান্নার মাপকাঠিতে।
প্রথম সাথী নবীন মনের,
অলস গভীর গোপনে,
চলে পালা মান অভিমানের,
বোঝাপড়ার সাথে সাথে।
ভাললাগা তাই প্রথম পাঠ,
বর্নপরিচয়ের মতই সরল,
ভালমন্দের নাই বিচার,
মন তখন তরল নিরমল।
ধীরে ধীরে ঘুরে কালচক্র,
বাড়ি থেকে হয় বাসা,
আসে নতুন ফুলের কলি,
বাড়তে থাকে জীবনের আশা।
জ্ঞানকোষ পুর্ন করার জন্য,
ভুলে যাই একদিন আপনজন,
অধিকারবোধ হয়ে যায় গন্য,
মমরীচিকার পিছে ছুটে চলে মন।
তিল তিল করে গড়া সপ্ন,
যেন এক পাথরের প্রাসাদ,
আপনজন নীরবে করে যত্ন,
তলিয়ে যায় সেই আশা আহ্লাদ।
ভাল বাসায় ফাটল ধরে,
ফাটলে জন্মে আগাছা যত,
ভাললাগা রয় কিছুলেখা খামে,
প্রথম কিছুদিনের অলিখিত গল্প।
তাই আছে শুধু দুখ ভালবাসায়,
নাই কোন চাওয়া পাওয়া,
দুটি খালি বেঞ্চ পাড়ার দুই কোনায়,
থাকে দূরে আজীবন মিলনের প্রতিক্ষা।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.