উড়ে যেতে চাই

নীল আকাশে  ভাসে  যে ঐ
    মেঘের সাদা ভেলা 
তার মাঝেযে  উড়ে যে ঐ
    হাজার বকের মেলা 
চায় উড়তে  মন যে আমার
    রামধনুর  দেশে ঘুরে ঘুরে
যেথা  শুধুই  আছে খুশী মজা,
    দুঃখ  রয় যে দূরে দূরে।

খোলা হাওয়ায় মেলে দেব চুল,
          অসীম অজানায় করব স্নান,
রবি  কিরনে জ্বলবে নাকের ফুল,
           ভ্রমর মাঝে  গুনগুনিয়ে গান।

মনেরমত চাই শুধু যে এক সাথী,
        আধারে ধরবে যে হাতে আলো,
ঝড়বাদলে থাকবে যে পাশাপাশি,
         কথা বললে ঘুচবে মনের কালো।

আমার আশা যেন কয়েক ফোটা বৃষ্টি,
       মাটিতে পড়ে শুকায় নিমেষে,
রামধনুকে করি প্রস্ন,একি তোর সৃষ্টি?
        হাসি খুশী কি শুধু তোরই দেশে?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.