সখী,জল আনিতে কখন যাবি
ইছামতীর ঘাটে?
বসে আছি তখন থেকে
কলসি নিয়ে কাখে।
মিছে তোর বাহানা দেখি,
কেনই বা এত উদাস?
বাশী হাতে বসে আছে যে রাই
তাই তো যাবার প্রয়াস।
জল আনিতে যাবি যখন
কেনই বা এত শৃঙ্গার?
নদীতীরে যে বসে আছে রাই,
নিয়ে যেতে সাত সমুদ্র পার।