শুনতে পাও কখনো কি
করুন ডাকে পানকৌড়ি,
উড়ছিল খালের উপরে,
খিদে মেটাবে মাছ ধরে।
দিল দেখা এক রঙিন ঘুড়ি,
আকাশ বাতাসে চঞ্চল উড়ি,
নুতন আবেগে সোহাগে আদরে,
ঘুরির পিছনে পিনাকী উড়ে।
পানকৌড়ি আর কাদে না,
করুন সুরে ডাকে না,
উড়ে বেরানোর নেশায় মেতেছে,
বাধন গন্ডি ছিড়ে ফেলেছে।