বিনি সুতোয় আকা

জীবনটা যেন এক ঘটনা
তোইরী করা এক বিশাল  চাদর,
হয় জন্ম যখন,
না থাকে এক সুতো কাপড়।
মা বাবা দিল প্রথম সুতো দান,
ভাই বোন আত্মীয় সজন গাইল মোর  জয় গান,
এলো বন্ধু বান্ধব শিক্ষক সখা,
বাড়তে লাগল থাকে শরীর ঢাকা।
চড়তে থাকে  জীবনের যত ছবি,
হই বড় যতই  ছবি নতুন আকি,
মনের ভিতর এই album,
আমার কাছে একমাত্র “hope”,
যার ভরসায় আছে আগামীকাল
ঘুম থেকে দেখতে ইচ্ছে আবার,
তাই তো আছি বেচে।
ইদানীংকাল ছবিগুলো আরো প্রানবন্ত,
অন্য মেজাজ,এক দিন প্রভাতে রবির আলোর মত উষ্ণ।
ছবিগুলো আমার আকা নয়,
তবুও ফিরে ফিরে তাকাই চাদর টা দিকে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.