সেই জন

তবু সবাই আছে তো ভাল,
তাই স্বস্তি,
অন্য কটা দিনের মত নয়,
আজ যে সবাই ঘরে রয়,
ঠাট্টাতামাসা খেলাধুলা,
গল্পগুজব খেয়ালীপনা,
নিজের মত সময় নেই,
কিন্তু
সবাই ভাল তাই ই সই।

ওই যে সেই জন
দূরে যে আছে,
খবর হল না নেওয়া,
নিসচই সে ও ভাল আছে,
কি জানি কি করছে এখন,
হয়ত জানালায় দাঁড়িয়ে
শুনছে ভেসে আসা ভ্রমরের
করুন গুঞ্জন।
[
অপেক্ষা সেই তখন থেকে
কখন আসবে কফোন,
তুলি আমি দুবার বাজলে,
ভুলেযাও আবার কখন,
ব্যাস্ত তুমি অনেক,
তার উপর এটা সেটা,
আমি তো আবার দূরের কেউ
দূর ছাই সময় নষ্ট করা।
যেদিন থেকে দেখেছি তোমায়,
শুনেছি চিনেছি বলেছি কিছু
যা পেয়েছি অশেষ যতনে
স্মৃতির আধারে রেখেছি পিছু।
ব্যাস্ত তুমি, তাই তাকাই বারে
কখনোবা হয়ত ভুল করে,
মনেউঠা ফোন নাম্বারটি
ডায়াল করতে দ্বীধা না কর।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.