আমার একটা খুব ছোটো দুনিয়া,
এখানে থাকে ছোটছোট পাখি,
এক ছটাক ভরা ভালোবাসা,
আমি ছুটীর সাথে সুখদুঃখ বাটি।
বিধাতা পুরুষ না মানবী না জানি,
তাই যা দেয়, নিয়ে জ্বালাই চুলা,
কলাপাতার মোড়কে পাই যা খুশী,
অভ্যেসমত বুকে ধরে রাখা।
যখন মন হয় ভারাক্রান্ত,
এলবাম খুলে দেখি বারেবারে,
কই কখনো তো হই না ক্লান্ত,
বাধা দুই জীবন যে অদৃশ্য বন্ধনে।
এখানে থাকে ছোটছোট পাখি,
এক ছটাক ভরা ভালোবাসা,
আমি ছুটীর সাথে সুখদুঃখ বাটি।
বিধাতা পুরুষ না মানবী না জানি,
তাই যা দেয়, নিয়ে জ্বালাই চুলা,
কলাপাতার মোড়কে পাই যা খুশী,
অভ্যেসমত বুকে ধরে রাখা।
যখন মন হয় ভারাক্রান্ত,
এলবাম খুলে দেখি বারেবারে,
কই কখনো তো হই না ক্লান্ত,
বাধা দুই জীবন যে অদৃশ্য বন্ধনে।