রুংগিন

পলাশের লাল রঙা পাপড়ি,
সাজিয়ে দিই তোমার মাথার খোপা
কানে বেধে দুই লাল দোপাটি,
কন্ঠে দোলাই নীল অপরাজিতার মালা।

তুমি থাকবে আখীটি বন্ধ করে,
হাস্নুহানা জুই ফুলের  গন্ধটি,
ফোটা কয়েক  ঘামের বিন্দু কপালে,
হলুদ সবুজ রঙ খেলবে লুটোপুটি।
কালো চুলে লাল সবুজের মাখামাখি,
কানের পাশে রুপালী জোতস্নার আভা,
অধরযুগলে মিষ্টি মধুর হাসি,
বসন্তের সন্ধ্যায় গোধুলির রংগে রাঙা।
সেদিন রঙ বাহার বসিয়েছিল যা দাগ,
কিছু রঙ রেখেছি মনে মনে,
মেহেন্দির মত ঘন গাড় আজ,
সাড়া দেয় শয়নে স্বপনে গোপনে।
এক দমকা হাওয়া ধরে রেখেছিল সময়টা,
চলে গেছে কত শীত হেমন্ত বরষা
খোলা জানালায় এখনো আসে বাতাসটা
জানিয়ে দিল একটুকরো ছুটির ছোঁয়ায়  আশা।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.