কালপুরুষ

মনে পড়ে খুব তোমায়,
না থাক,বলব না,ঘটবে প্রলয়,
কালপুরুষ আমি ,
হাতে নিয়ে তরবারি,
সারা সন্সার কে দেখাই ভয়,
কাছেপিঠে আসতে সংশয়,
নিজের গুহায় আচর কাটি,
নির্বাসিতর মত দিনগুলি গুনি,
আছে শুধু জারি কল্পনার সাথে
অহর্নিশ বার্তালাপ নানানভাবে,
কখনো আবার খালি ভাবি,
ঝিনুক নিয়ে একসাথে খেলতে পারি?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.