আমি যেন এক গায়ের হাটে
এক কানা ভাঙা কলসি কাখে,
পড়ে আছে নতুন কলসের মাঝে,
নেই কোন জায়গা এই সংসারে।
যদি কেউ তুলে নেয় ভুল করে,
খুশী তার ভরে রাখব আমার গভীরে
রবে শীতল মেটাবে তিয়াস সবসময়,
কান্না তার ধরে রাখব আমার ভেজা গায়।
আমি যে কানা ভাংগা,
তাই কম সেই আশা,
পড়ে রইব ধুলার পড়ে,
অনন্তকাল সময় জুড়ে।