ফেলে আসা দিন

খুব ইচ্ছে করে চলে যেতে সেই দিনে,
সেই কলেজে মোহনদার ক্যান্টিনে আড্ডা,
লুকিয়ে ফোন করব তোমাকে,
আসতে পারবে কি বিকেলে লেকের ধারটা?

কাজকর্ম কিছু নেই,না ছিল কোন ভবিষ্যৎ,
তবু সেই দিন এককথায় বলেছিলে ‘আসবে’,
কমলা রংগের শারীটা মানিয়েছিল অপুরব,
গোধুলির সাথে মিশে গিয়েছিল যে আচলটা।

এখন তোমার কানের পাশে চুলটা,
একটু হয়েছে সাদা,
আমার কপালে পড়েছে ভাজ বেশ কয়েকটা,
তবে মনটা,আছে সেই রকম সাদামাটা।

তাই এখন তো পারিনা বলতে,
যাবে কি?
একটু না হয়ে বারান্দায়,
কিছুক্ষন বসবে,
ভাবব পিছন ফেলে আসা দিন গুলি।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.