আমার ঘর মেঘকরা বাদলের সাথে আমি করি ঘর,হাসে গায়ে সে আমার হাসি কান্নার সাথে,তবুও মাঝে মাঝে ভাবে আমি নাকি পর,তাই মুখ লুকায় সাদা মেঘের পিছে,সিক্ত করে তার আপন আচল খানি,অজানা আতনকে সঘনে অশ্রু ঝরায়,ভাসিয়া ডাগর কাজলা আখিখানি,ফিরে খুশীর মরসুমে শিউলি ফুল ছড়ায়। Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Like Loading...