অরঘ মালাখানি

প্রভাতে ভৌরবীর সাথে
গাথি শিউলির মালা,
সজত্নে সাজাই তারে
অন্তরের গভীর গোপনে,
সন্ধ্যারাগের বাশীর সুরে
শিউলি হয় হাস্নুহানা,
রাতের পুরবীর ডাকে
সকালে শিউলির মত  ঝরে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.