উতলা হয়েছে মন ফিরিবার তরে,
পুকুরপাড়ে প্রতিবিম্ব মন নাহি ভরে।
বট গাছের পাতাগুলি
তিরি তিরি নড়ে,
মনে হয় দেখি যেন তব আখির পল্লব
কাপে থরে থরে।
জলের উপর করে খেলা
সাদা বক পাখী,
দেখি যেন কপালের চন্দ্রমা
দেয় মৃদুমন্দ হাসি।
প্রতিক্ষারত আমি
আমার মন আমার প্রান,
শুনিতে ফিরিয়া,
জীবনের মিলন গান।