আমার পাওনা

কখনো কখনো যখন
বাতাস থমকে যায়,
যখন রবির আলো
ভূমিতে না পোউছায়,
যখন নিশ্চল  থাকে
গাছের পাতা,
তখন কিছুক্ষনের
সেই শব্দ নীরবতা,
হয়তো একটুকুই
আমার পাওনা।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.