বেশ পড়েছে আজ সকালের রোদটা, কাচা সোনা রঙ,উষ্ণ, একটি তেরছা, পরদার ফাকে নজরে পড়ে রাস্তা, রবিবার তবুও ছোটছুটিতে ব্যাস্ততা, মোটরবাইক,বড়ছোটো গাড়ি কি নেই, নানান মডেল চারচাকার হামাগুরি সেই, চালক ছেলেমেয়ে জোয়ান মধ্য নির্বিশেষে, সামনে দিয়ে হুশ করে যায় বেকে, গাড়ির চলার শব্দটা অদ্ভুতরকম, আস্তে শুরু, তার পর জোরকদম, ছিটিয়ে যায় একগাদা রাস্তার নোংরা, দোরগোড়ায় থাকে একগুচ্ছ হ্যাংলা, রোজসকালে দিই সামনাটা জলে ধুয়ে, যদি কেউ পা দেয় খোলা দরজা দিয়ে, একই কারনেই আমি ভোরে করি স্নান, কখনো কেউ না দেখে মোরে ম্রিয়মান।
বেশ পড়েছে আজ সকালের রোদটা,
কাচা সোনা রঙ,উষ্ণ, একটি তেরছা,
পরদার ফাকে নজরে পড়ে রাস্তা,
রবিবার তবুও ছোটছুটিতে ব্যাস্ততা,
মোটরবাইক,বড়ছোটো গাড়ি কি নেই,
নানান মডেল চারচাকার হামাগুরি সেই,
চালক ছেলেমেয়ে জোয়ান মধ্য নির্বিশেষে,
সামনে দিয়ে হুশ করে যায় বেকে,
গাড়ির চলার শব্দটা অদ্ভুতরকম,
আস্তে শুরু, তার পর জোরকদম,
ছিটিয়ে যায় একগাদা রাস্তার নোংরা,
দোরগোড়ায় থাকে একগুচ্ছ হ্যাংলা,
রোজসকালে দিই সামনাটা জলে ধুয়ে,
যদি কেউ পা দেয় খোলা দরজা দিয়ে,
একই কারনেই আমি ভোরে করি স্নান,
কখনো কেউ না দেখে মোরে ম্রিয়মান।