সকালের আভা

একটু না হয় বসতে,
কত কাজের ফাকে,
উঠেছ তো সেই সকালে,
ফুরসত নেই একটু হাতে।

জানি বসবে তুমি চা নিয়ে,
বিছানাটা ঝেড়ে ঘর গুছিয়ে,
তাও যদি সময় থাকে,
ঝাড়ন দিয়ে ধুলো সরিয়ে।

এমনিতেই সব পরিস্কার,

তবুও,

গতদিনের ক্লান্ত টেবিল চেয়ার,
তোমার মন টাও তো ভাল,

ভাব, মুছে রাখা তাদের দরকার।

আচ্ছা, কখন বসবে একটু,
খেলতে লুডো সাপ সিড়ি,
তুমি দিতে দান,
আমি দেখতাম হাসি খিলখিলি।

জিতিয়ে দিতাম সবসময়টা,
ওই তাতেই তো পাই দেখতে,
উজ্জল প্রান ভরা হাসির জোয়ার ভাটা,
আমারই জন্য তখন হাস তুমি যে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.