আমি তোমার বাগানের কোণে,
এক গাছ কাঠালিচাপা,
সারা বছর থাকি শুস্ক রিক্ত,
কিছু সময়ের জন্য থাকে সবুজ পাতা।
আমার হয় না হিংসা তোমার ঘরের ফুলটাকে,
ওই লাল গোলাপের চারা,
তোমার ঘরের ভিতর বাড়ে।
কি সুন্দর ভালবেসে,
জল ঢেলে দাও তার গায়ে,
তোমার মমতার আংগুল দিয়ে,
মুছে দাও ময়লা পাতায়।
আমার হয় না মন খারাপ,
কত দিন মাঝে যখন ভুলে যাও মোরে,
আপন মনে বাড়তে থাকি,
ফুল ফোটানো তোমায় দেখাব বলে।
তোমার গোলাপ তোমারই শুধু,
তার সুগন্ধী নিরজাস তোমারই অধিকার,
তাই ঘরে ফোটে ছড়িয়ে আলো,
সদা সরবদা খুশীতে বাহার।
বেড়ার ধারে আমি থাকি দাঁড়িয়ে,
তোমার খুশীতে খুশী আমি,
সন্ধ্যা বেলায় দিনের শেষে,
একটি ফুল তোমার পায়ে ফেলি।