মহাকালের যাত্রী

আমরা সবাই মহাকালের যাত্রী,
জন্ম হল সুদূর পানে,
পাখা যেথায় মেলে শিখী,
সরসীতে শতদলে গুঁজে ভ্রমর,
খুঁজে বেড়াই সেই পুরনো ছবি।

আমরা সবাই মহাকালের যাত্রী
প্রথম সময় এখানে ওখানে,
ছিটকে বেড়িয়ে এপার ওপার,
এখন আবার মায়ার টানে,
খুঁজে বেড়াই সেই পুরনো দুয়ার।

আমরা সবাই মহাকালের যাত্রী,
এল সব কত আপনজন,
যাত্রাপথে খেলনা হাতে,
একের পর এক গেল যে সবাই,
ছবি এঁকে স্মৃতি হৃদমাঝারে।

আমরা সবাই মহাকালের যাত্রী
কত কেউবা এল পথ চলতে,
হাসিখুশী দু:সাহসের দিন গুলি,
একদিন যবে হল সব শেষ,
পারি দিলাম স্বপনের দেশ।

আমরা সবাই মহাকালের যাত্রী,
এবার এল কত নতুন সখা,
এক এক ধাপ চড়তে গিয়ে,
কাধে কাধ মিলে গড়ল আশ্রম,
এক নতুন গঠন এক নতুন নিয়ম ।

আমরা সবাই মহাকালের যাত্রী
ধরতে গিয়ে নতুন হাল,
আপন হল নতুন মানুষ,
জোয়ার ভাটার জীবন নদীতে,
ছিঁড়ল ঝড়ে জীর্ণ পাল।

আমরা সবাই মহাকালের যাত্রী
সমতল শেষ চড়াই এর ঘাট,
হাতে হাত ধরে চলি বাকিজন,
যা কিছু শেখা দিয়ে যাবার পালা,
কিশলয়ের কাধে বটবৃক্ষের হাত।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.