ক্ষতি কি, না হয় হলেই বা মৃণালিনী,যখন তুমি থাকো একা আনমনে,ঠিক সেই বজরায় দাঁড়ানো দেবী চৌধুরানী। ফুল বাগিচায় হাস্নুহানা,বিদ্যাধরী পদ্মাবতী,যখন তুমি আকায় মগ্নঠিক যেন স্বরস্বতী। হলেই বা মা যশোদা,মমতা ভরা আচল খানি,সদা সর্বদা আশীষ ভরা,আমার তুমি ভুবনমোহিনী। জানি তুমি লক্ষী হয়েবিরাজ তোমার আপন ঘরে,মনের মাঝে আমি তোমায়রাধার মত রেখেছি সেজে।
Author: gautammridha
মা
কেমন জানি মনে হল,তুমি মোড়ায় বসে,উঁচুতলা ব্যাল্কনিতে দুপুরবেলা পিঠ ঠেকান,কালো ঘন চুলে মেঘলা করা কাধে ঝুলে,সোনালি চশমা চোখে, কিছু পড়ছ যেন। দেখি এক চঞ্চল শিশু,খেলে তোমার পিছুকবরী ধরে,উতফুল্ল প্রান,নিঃসংশয়ে দিল টান। তুমি ফিরে তাকিয়ে, দিলে এক বকুনি,উত্তর পেয়ে শিশুমন চঞ্চল আরো তখুনি,লতাপাতা ভেবে দিল সে কামড় বেণীতে,তর্জনী তুলে গম্ভীর স্বরে শ্পর্শিলে তারে। খেলা বন্ধ রেখে… Continue reading মা
শুষ্কতা
সকল ধারাযখন শুকায়ে যায়পৃথার মাটিযখন কাদে নিরালায়,উদয় তখনদূর দিগন্তেএকটুকরা আশার আভা,রক্তিম সুরজ্যের শোভাআগামীকালের নুতনেরবারতা জানায়, কয়েক ফোটা বৃষ্টি বরষনেরঅপেক্ষায়।
তখন
তুমি বলতে, কত কাজ, এক হাত, সামলাই একেলা, কোথা থেকে পিছলে যায় সকাল রই,ঘুমোই, আসে বিকেলবেলা। বই পড়ো, চোখে চশমা, উপুর হয়ে শুয়ে বিছানা পড়ছ একমনে ঠোটদুটি চাপা, সুখদুঃখের কাহিনী এক রাজকন্যা। ঘুরে বেরাও আপনমনে দেখতে পার না তো আমায় আমি যে থাকি আকাশে বাতাসে কখনো মনের কল্পনায়। আমি যে রই সবসময়, আকাশে বাতাসে তোমার… Continue reading তখন
দুপুরে
উদাসী হাওয়া জিজ্ঞাসা করি তোরে,কোথায় গেল সে,প্রস্ন করি আকবাকা পথ ফিরে,পথ দেখিয়ে আনবি তো রে? গাছ থেকে পিছলে পরে একটা একটা করে শুকনো পাতা,দেখেছি সারা দুপুর ধরে,জানালার সামনে ঠায় বসে বাধা। দুটি জীবন দুটি বৃন্তে ফোটা,খেয়লী বাতাসে দুলতে থাকে,একজন আপন মনে করে খেলা,চোখের মণি হয়ে অন্যজনের, সারা বেলা।
বকুল ফুল
আমি যেন এক গাছ বকুল ফুল, রাস্তার পাশে আছি ঠায়ে এক পায় দাঁড়িয়ে, সাদাকমলা ভালবাসা গোজা কানের দুল, ইচ্ছে করে কেউ আচল ফেলে নিতে কুড়িয়ে। একদিন এলে অনেক দিন পরে তুমি, এক দমকা হাওয়া দক্ষিনের দুয়ার পারিয়ে, জমা করা পুঞ্জিভূত যা ছিল অনুভূতি, এক ঝাক প্রজাপতির মত দিলাম ঢেলে ঝুলিতে। বড় লাগে ভাল, যখন দেখি… Continue reading বকুল ফুল
বিনি সুতোয় আকা
জীবনটা যেন এক ঘটনাতোইরী করা এক বিশাল চাদর,হয় জন্ম যখন,না থাকে এক সুতো কাপড়।মা বাবা দিল প্রথম সুতো দান,ভাই বোন আত্মীয় সজন গাইল মোর জয় গান,এলো বন্ধু বান্ধব শিক্ষক সখা,বাড়তে লাগল থাকে শরীর ঢাকা।চড়তে থাকে জীবনের যত ছবি,হই বড় যতই ছবি নতুন আকি,মনের ভিতর এই album,আমার কাছে একমাত্র “hope”, যার ভরসায় আছে আগামীকালঘুম থেকে দেখতে… Continue reading বিনি সুতোয় আকা
নেশা
শুনতে পাও কখনো কি করুন ডাকে পানকৌড়ি,উড়ছিল খালের উপরে,খিদে মেটাবে মাছ ধরে। দিল দেখা এক রঙিন ঘুড়ি,আকাশ বাতাসে চঞ্চল উড়ি,নুতন আবেগে সোহাগে আদরে,ঘুরির পিছনে পিনাকী উড়ে। পানকৌড়ি আর কাদে না,করুন সুরে ডাকে না,উড়ে বেরানোর নেশায় মেতেছে,বাধন গন্ডি ছিড়ে ফেলেছে।
unexplored
To me, You are a world unexplored, every moment I see a new light, a new begining, and there are lot’s to learn more. you carry the mystery as in the universe, reveal a little here and there, I know you, or may not. What I see in those dark blue eyes, An intelligent shy… Continue reading unexplored
নোউকা
দুই নৌকা জীবন নদীতে ভাসমান,চলছিল আপন মনে হেলতে দুলতে,দুটিই পুরোনো পথিক, ভরসা আসমান,না জানি কখন এসেছে পাশে,চলতে চলতে। আকাশ জোড়া, পালতোলা দুই মাথা,ভাসতে দেখি একসাথে পাশাপাশি,ঝড় এলে নদীতে দোলে যে দুজনই,শান্ত সমুদ্রে আনন্দে করে কোলাকুলি। ভিন্ন তরী,ভিন্ন সন্সার,নিজ জীবনে মন মাতাল,কখন গতি কখনো সুখাচলে আকাবাকা যেন বেতাল। মোহনার দিকে চলমান ধীরগতি,শুভ্র পাল তুলে ভাসে জোড়া… Continue reading নোউকা
You must be logged in to post a comment.