কোনদিন ভাবিনি, আছে এক মনপাখি,মনের গভীরতম গভীরে, কোনদিন যে বুঝিনি,ভাললাগার ব্যাথা গলায় আটকা,যখন দেখা হয় না কিছুকাল সমীপে, নীরবতার ভাষা বুঝিনি আগে,বুঝি এখন,যখন বাদামী আখিজোড়াখেয়ালিপনা করে হাসতে থাকে, আমায় নিয়ে চিন্তা করো নাকো,ব্যাস্ত জীবনে পাবে যখন সময়,আখী দুটি বন্ধ কর তোমার করতলে, এক নিমেষ কল্পনা কর,আমি ছিলাম,আমি আছিআমি থাকব,পথ চেয়ে। তুমি বোঝ নি সেদিন,দেখেছিলেম এক সকালবেলা,হাতে… Continue reading মনপাখি
Author: gautammridha
অজান্তে
তুমি যদি হও পৃথিবী,আমি দূরের নীল আকাশ,হাতছানি দিয়ে ডাকি,তুমি দাও সাড়া, নয়ন তুলে হেসে,তোমার আছে সংসার,ফুল ফল মাটি বেলের পাহাড়,আরো আছে মানুষ পাখি কত অগুন্তি,আমার যে তুমিই একমাত্র,তোমাতে মিলতে উড়ি দূর দিগন্ত,মেঘমালার মারফত পাঠাই চিঠি,মনেআসা কিছু দিও না জবাবী,আমি যে যতনে কুড়াই, তোমার ফেলে দেওয়া কিছু,ভালবাসার পাপড়ি,তোমার অজান্তে,মনে কিছু করোনা কভু।
mobworm
There was a time,reading every dime,in black and white,and feel writer’s chime.Decipher the thoughtswith families and friends,cry or laugh it out then,on mindful of glorious words. Now bookworm metamorphed,mobworm as they are told,they read silently,they watch silently,whether standing or seating,working or cooking,bathing or even sleeping.Reading through their fingers, twitching the eyes never,a few mad smiles… Continue reading mobworm
ভালবাসার রঙ
ছোটোবেলায় দেখতাম লেকের পাশে,জোড়ায় জোড়ায় সব বসে আছে,হাত ধরাধরি, কাধে মাথা রাখি,কৃষ্ণচূড়ার নিচে বলা, গোপন কথাটি। তখন জানতাম, শুধু প্রেম-খেলা বলে,এখন তাই, valentine নামে চলে,বলতাম তাদের, ভাগ্য করে এসেছিস,এত কম বয়সে প্রেমখেলা খেলছিস। বিধাতার চিন্তাধারা হয়ত ছিল অন্য,পুতুলখেলার ছলে সন্সার শিক্ষা যেন,অনুশোচনা আর বিবেকের লড়াইএ,শিখি ভালোবাসার গভীরতম অর্থ। “আমার সোনার টুকরো ছেলে”মা যখন বলত,ফিরতে দেরি… Continue reading ভালবাসার রঙ
‘দিপের আলো
রোশনাইয়ের আলোতে,জৌলুষ ঝলমল করে,কিন্তু অন্তরের মিষ্টতা,সে তো প্রকাশ পায়,সামান্য দীপের আলোতে,
খেলা
একদিন খেলার ছলে দেখেছি তোমায়,কয়েক মুহুরত মাত্র, সাথি ছিলেআজ হারিয়ে গেছে হয়ত সেই সময়,কিন্তু তুমি যে মিশে গেছ মোর ধমনিতে। তোমার সৌরজগত ভাব তুমি আলাদা,তোমার সন্সার সাথী বন্ধু সকলআমি যে তোমার জগতে ধুমকেতু,যুগ যুগান্ত ধরে যাই ঘুরে, পোশাক অদল বদল। আমার কাছে ভালবাসা এক বোধশক্তি,তোমার আনন্দ,তোমার ব্যাথার সাক্ষী,যে কটি পল, কাটাই সময় কাছেপিঠে,তোমার দীপশিখার উষ্ণতার… Continue reading খেলা
মেঘের দেশ
এক উড়ে যাওয়া মেঘের দেশেরাজকন্যা এক দেয় হাতছানি,মেঘবরণ ঘন কালো চুল,রবির আলোয় আলোকিত কপোলখানি। সারি সারি বক পাখি যায় পাশে,নীল আকাশ যেন চিরে দুইভাগ,বিরাংগনা মেঘকন্যা অদৃশ্য আড়ালে,লিখে যায় ভবিষ্যতের দাগ।
পিছুটান
এই ব্যাপারটা আমার হয়সবসময়,পাইনা কোন কারন খুঁজেপেতে,তোমায় যখন দিই বিদায়,তুমি যাও চলে মন্দগতিতে,আমি থাকি দারিয়ে ঠায়,তোমার প্রস্থান দেখতে দেখতে,ভীষণ আবেগে বলি মনে,“ফিরে তাকাও না প্রিয়ে”প্রতিবার তুমি দাঁড়াও মুহুরত,গ্রিবা ঘুরিয়ে দেখো ফিরত,সেই এক পলকের দেখা,আমার কাছে মিষ্টি মধুর ব্যাথা।
বিড়ম্বনা
অশান্ত মন খুজে বেড়ায় সুখ,সন্সার বিলিয়ে বেড়ায় দুখ,সুখ দু:খের মাপকাঠিতে বিড়ম্বনা,মনের কুঠারিতে অসমাপ্ত বেদনা। কেউ খুজে বেড়ায় মান,কেউ মমতা করে দান,অভিমানে কেউ ফেলে অশ্রুজল,সারাজীবন বিরহাতুর আচল। একতারা হাতে বাউল খোজে তারে,জীবন গাথার সুর বাধবে যে সাথে,নদীর পাড়ে চলবে তারা নেচে নেচে,অনন্ত সুখ যে সেথায় পাবে সে যে।
সময়ের দাম
যত বার ভাবি উড়ে যাব,কে যেন টেনে রাখে আমায়,তাই মনকে দেই উড়িয়ে,আকাশ পানে মেঘের কাছে,ভিজে তুলোয় লিখে রাখি,কিছু কথা যা ছিল বাকি,সময়ের কুঠারিতে দিই ভরে,সময় হলে পড়ে দেখবে সে।
You must be logged in to post a comment.