মন আমার

আমি যদি না হতেম আমি, উড়তাম বেলুন দোলায় আকাশে, মেঘের সাথে খেলতাম লুকোচুরি, কথা আমার ভেসে আসত বাতাসে। আমার যদি না থাকত ঘর বাড়ি, হতাম কোন বইয়ের মলাটে লেখা, দেরাজে গুছিয়ে রাখা বই সারি, দেখতাম তার সন্সার পুতুল খেলা। মনটা আমার কখনো কাছে থাকেনা, পালিয়ে বেড়ায় খোলা মাঠের ঘাসেতে, আসবে কেউ সারাদিন করে অপেক্ষা, দিনশেষে… Continue reading মন আমার

অনুশোচনা

ছোটো ছেলেটি সাগরতীরে ছিল অনেকক্ষন, বয়স তার হবে ছয় কিংবা সাত, নিশ্চুপ দাড়িয়ে, ঢেউগুলি খেলায় মত্ত তখন, তাকিয়ে ছিল অস্তাচলের দিকে অবাক। ফেনাগুলি যেন বার বার এসে ফিরে, ধুইয়ে ছোটো ছোটো দুই কমল চরন, কোন এক অজানা শক্তি আছে ঘিরে, শিশুটির সমস্ত অবয়ব করে আভরণ। কৌতুহলি আমি গিয়ে উপস্থিত তার পাশে, চাপা স্বরে শুনি আনমনা… Continue reading অনুশোচনা

আশার শক্তি

ছোট্ট পাখিটা চড়ুই কি বুলবুলি, সকাল থেকে যাচ্ছে দেখছি কুড়িয়ে শুকনো ডালপালা কত কি কুটিকুটি কদমগাছটার মাথায় গেল সে নিয়ে। যত্ন করে বাধল ডগায় বাসাটা, একা একা সাজালো ভিতর ঘর শক্ত ভেজা ডালে পাতায় ঢাকা, নিচে পড়বার নেই কো কোনো ডর। সেই গাছে কোঠরে এক কাঠবিড়ালি, দৌড়ায় এখানসেখান সারাদিন উপরনিচ, পেয়েছে যে সে এক কোঠাবাড়ি,… Continue reading আশার শক্তি

যদিও থাকি দূরে

অনেক দূরে থাকি আমি, চাঁদ তারা যেমন থাকে, ওই দূরে থেকে দেখি আমি, বাদামী আখিতে যখন অশ্রু ভাসে। দিনের আলোয় দেখ নি কখনো, আমি কিন্তু থাকি পাশে, গভীর রাতে তুমি যখন স্বপ্ন দেখ, পাহারাদার আমি দাড়িয়ে। শোয়ার আগে দুটি মিষ্টি, মনের কোণে আনো যদি, আকাশপানে যদি তাকাও, মিটিমিটি হাসছি আমি।

আসবে বলে

ভেজা পাহাড়ের মাথার উপর রবি উঠেছে ওই, ঝলমলে রোদ ছড়িয়ে নীল আকাশ ভরালো সই। জগৎ যেন ঝর্ণার ধারা, আলো উৎসবে মাতোয়ারা, বাতাস ভরা পাখির ডাকে, ফিরিয়লা হাল্কা হাকে, ছুটির মেজাজ টা পড়ল বলে, এখনই সবাই ঘুমে ঢলে। হিমেল হাওয়ার পরশ লাগে, শিউলি ফুলের গন্ধ ভাসে, বাপের বাড়িতে আসবে বলে, পৃথা যেন আজ করছে ঝকমকে।

স্লেট

তোমার আমার পরিচয়, বহুযুগ ধরে, তুমি মানো বা না মানো এই চিন্তাধারা চলেছে। তুমি যখন বই পড়, উপুর হয়ে চোখে চশমা, বইয়ের পাতার লাইন ধরে, একটার পরে একটা অক্ষর, পড়ে যাও সময় করে, আমি তোমার মনের ভিতর, কালো স্লেট, লিখে যাও অক্ষর গুলি, তৌরী হয় শব্দ, তারপরে তার অর্থ বোঝ তুমি। আমি দেখি তুমি হাস,… Continue reading স্লেট

শেষ পাতাটি

পাছে তোমায় ফেলি ছুয়ে, তাইতো সদা দূরে থাকি, ভুলে কিছু দিলে প্রিয়ে, আপন করে তুলে রাখি। তোমার বাগানে আছে সাজানো, গোলাপ, বেলি, জুই, দোপাটি, তারই মাঝে এসেছি কখনো, আমি এক অজানা আগাছাটি। দেখি তোমায় রোজ সকালে, স্নানটি করে শুভ্র বসনে, এসে দাঁড়াও গোলাপের সামনে, ভালবাসাটি দাও উজাড় করে। আপন মনে গুনগুনিয়ে কাকনের তালের বোলে, মন… Continue reading শেষ পাতাটি

খুশি

আমার খুশি অল্প খুশী, ছোট্ট বাটিতে ভরা, দু-চোখ মেলে যখন দেখি, তোমার হাসির ছরা। কথার জোয়ার যখন আসে, ডাগর চোখেও ভাষার বাণী, অপার জ্ঞানের ভান্ডার ভাসে, নিশ্চলভাবে শুনি আমি। ছোটো ছোটো সন্সারে, বিলিয়ে দিয়ে ছোট্টো খুশির, হাসির জোয়ার যে ঝাপিয়ে পড়ে, অল্প সময় তেই আমার রাজকুমারীর।

Diary

Slowly I am becoming, Few lines of black on white, diary of the your past dreaming, And nothing more than that. The pain of happiness, Will be blown away forever, In the forest of memories, You will be as before. Sometime in the future, Should you feel lonely, Like the shining moon Roaming alone in… Continue reading Diary

মায়ের মন

কতদিন পরে এলি দেখ দেখিনি, সেই এসেছিলিস গত বরষায়, ইস মুখ টা হয়ে গেছে রোগা শুটকি, সকাল বিকেল খাস নি কেন দুবেলায়? এই গত সপ্তাহেই তো এলাম আমি, কাটিয়ে গেলাম দুরাত তখন, কত কি জিনিষ খাওয়ালে তুমি, ভুলেছ দেখছি সবই এখন। ও হো এসেছিলিস তুই গত বেলায়, মাঝে কতদিন তো হয় নি কথা, দিনগুলো সব… Continue reading মায়ের মন