থালা চামচের রেষারেষি

রেষারেষি সর্বদা স্টিলের চামচে আর থালা দুইজনার থাকা শোবার, ব্যাবস্থা আলদা, কখনো সকনো হয় দেখা খাবার টেবিলে, শুরু হয় ঝগড়া একসাথে হয়েছে কি হয়েছে। চেচামেচি কান্নাকাটি বকাবকি কানাকানি, দুইজনের রেষারেষি, আওয়াজের ভেদ না জানি, চলতে থাকে ততক্ষন, ঠনঠনান টনাটন, অন্তরের বিদ্দেষ বিলক্ষন, বিচ্ছেদ করিনা যতক্ষন। একটু যদি স্পর্শ হয়, ঠং করে দেয় জানান, ধীরে চালাও… Continue reading থালা চামচের রেষারেষি

রাস্তা

বেশ পড়েছে আজ সকালের রোদটা, কাচা সোনা রঙ,উষ্ণ, একটি তেরছা, পরদার ফাকে নজরে পড়ে রাস্তা, রবিবার তবুও ছোটছুটিতে ব্যাস্ততা, মোটরবাইক,বড়ছোটো গাড়ি কি নেই, নানান মডেল চারচাকার হামাগুরি সেই, চালক ছেলেমেয়ে জোয়ান মধ্য নির্বিশেষে, সামনে দিয়ে হুশ করে যায় বেকে, গাড়ির চলার শব্দটা অদ্ভুতরকম, আস্তে শুরু, তার পর জোরকদম, ছিটিয়ে যায় একগাদা রাস্তার নোংরা, দোরগোড়ায় থাকে… Continue reading রাস্তা

নিম গাছের বয়স

নিম গাছটার বয়স তখন ছয় কি সাতা, আমার বাড়ি তখন নতুন গড়া, আসত শীতল হাওয়া সারাদিন ধরে, ঘন সবুজ পাতার ফাক দিয়ে, বৃষ্টির জল গাছ ভিজিয়ে পড়ত হয়ত দেয়ালে, নতুন বাড়ি, কালো দাগে বুঝিয়ে দিত আমাকে, তেলে বেগুনে রাগ, তা না হলে কি ফাটল ধরায়? রঙ করতে ট্যকের পয়সা বেশ গচ্ছা যায়, নিম গাছ টি… Continue reading নিম গাছের বয়স

আদরের বাবুসোনা

আদরের বাবুসোনা, মাসখানেক খবর নিসনি আমার তাই ভাবলাম শরীর হয়ত খারাপ চেষ্টা করলাম চিঠিটা লেখাবার। চোখের দ্যুতি কবে কমেছে, হাত পা নড়ে খালি খালি, মনে পরে কত পুরাতন কথা, নিজের ভাষায় শুধু কাদি আর হাসি। খেলতে গিয়ে লেগেছিল তোর, বয়স তখন ছয় কি সাত, কি চোখের জলই না ফেলেছিলি, জানিশ ঘুম হয় নি কত রাত?… Continue reading আদরের বাবুসোনা

লালমাটিয়াতে শীতের অপরাহ্ণ

গোধুলিটা এল বেশ তাড়াতাড়ি আজ, উত্তুরী শীত আনে হাড়ে কাপুনি হাওয়া, পারি না করতে মাঠে আর কোন কাজ, রইল বাকি জগাই মাধাইএর ঘর যাওয়া। বাছা দুটি খায় নি কিছু দুপুরে, মোরগ কটি ভাগ বসালো দেখি যে, গিন্নীটা ভালো , নারকোল গাছে লেপেছে ঘুটে বেশ, দুপুরবেলা কত কাজের ভিতর ফাঁকেফাঁকে শেষমেশ। অপরাহ্ন টা মিষ্টি লালমাটিয়াতে ঢলে,… Continue reading লালমাটিয়াতে শীতের অপরাহ্ণ

গড়েছি স্বপ্নের পৃথিবী

আমরা গড়েছি পৃথিবী স্বপ্নের, হয়ত দু ফোটা অশ্রু দিয়ে, দেয়াল তার ঠুনকো হলেও, সরল স্ফটিকস্বচ্ছ্ব রইবে সে। মনের মাঝে না কিছু রাখা, না কিছু চাওয়া পাবার আশা, রংচঙা এই দুনিয়াতে, সাদাকালো সিলুটে ভালবাসা। একটু সান্ত্বনা, একটু বঞ্চনা, দুটি হাসি দুটি কথা, কিছু আদেশ, কিছু উপদেশ, এই নিয়ে চলে দিনশেষ।

অতঃপর

সাঁঝের বেলায় রবি যখন পড়বে ঢোলে,বাঁকা চাঁদ যখন উঁকি দেবে আকাশের কোলে,পাখিরা যখন ফিরে যাবেঘরে দলে দলে,অন্ধকারের কালো যখন পড়বেপুকুরের জলে,আমার যে যাওয়ার পালা তখন,ব্যাস্ত তোমরা জানি সবাই তখন,বন্ধ বাক্স তে রয়েছেএক মালা শুকনো,পারো যদি তুলে নিও,দুই হাতে পড়ে নিও,তার পরে ছিড়ে দিও,নদীর জলে ভাসিয়ে দিও।

স্মৃতি টুকু

আমার বাবার কথা কাউকে বলা হয় নি কোনদিন,কেউ জানতেও চায়নি,আর বলার সুযোগ হয়নি। তাই সব চিলেকোঠার ঘরে মনের ভিতর রেখে দিতাম। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, লেখক, চিত্রকার,শিক্ষক।৮০ র দশকে বাংলায় প্রথম বৌজ্ঞানিক বিষরের আধারিত পত্রিকা ,নাম ছিল “বিজ্ঞানী” প্রকাশিত হয়,ত্রইমাসিক পত্রিকা, তিনি ছিলেন তার editor,বাংলার গ্রামগঞ্জের স্কুলে স্কুলে বিতরন হত। সমসাময়িক বিজ্ঞানের জ্ঞান পৌছে দেওয়া… Continue reading স্মৃতি টুকু

I wish i could

I always liked to listen to you, Rather than talking, You preferred hearing me, I could speak nothing. While you were looking at the mirror, busy am i  reading books, Should have said then just, “How pretty do you look”.