গোধুলিটা এল বেশ তাড়াতাড়ি আজ, উত্তুরী শীত আনে হাড়ে কাপুনি হাওয়া,
পারি না করতে মাঠে আর কোন কাজ,
রইল বাকি জগাই মাধাইএর ঘর যাওয়া।
বাছা দুটি খায় নি কিছু দুপুরে,
মোরগ কটি ভাগ বসালো দেখি যে,
গিন্নীটা ভালো , নারকোল গাছে লেপেছে ঘুটে বেশ,
দুপুরবেলা কত কাজের ভিতর ফাঁকেফাঁকে শেষমেশ।
অপরাহ্ন টা মিষ্টি লালমাটিয়াতে ঢলে,
শীতের ধুসর আচল এখুনি পড়ল বলে,
ধুয়ে রাখি লাঙল গুলি,করেছে কত কাজ,
আমার মতই যে বুড়ো,মরচে পড়ে কুপোকাত।
:ছবি রাহুল থেকে সংগ্রহিত।