Diary

Slowly I am becoming, Few lines of black on white, diary of the your past dreaming, And nothing more than that. The pain of happiness, Will be blown away forever, In the forest of memories, You will be as before. Sometime in the future, Should you feel lonely, Like the shining moon Roaming alone in… Continue reading Diary

মায়ের মন

কতদিন পরে এলি দেখ দেখিনি, সেই এসেছিলিস গত বরষায়, ইস মুখ টা হয়ে গেছে রোগা শুটকি, সকাল বিকেল খাস নি কেন দুবেলায়? এই গত সপ্তাহেই তো এলাম আমি, কাটিয়ে গেলাম দুরাত তখন, কত কি জিনিষ খাওয়ালে তুমি, ভুলেছ দেখছি সবই এখন। ও হো এসেছিলিস তুই গত বেলায়, মাঝে কতদিন তো হয় নি কথা, দিনগুলো সব… Continue reading মায়ের মন

শেষ সম্বল

জীবন টা কাটাই যত, মিনিটের কাটাগুলি যেমন, ইলাস্টিক ব্যান্ডের মত, বাড়তে থাকে তেমন তেমন। সুখ দূঃখের কলসি সবই উপচে পড়েছে এদিকটা ভরে গিয়েছে কানাকানি, কিছু কম হয়েছে দেখি তো না। একটি কলসি তারই মাঝে, সবার চেয়ে অন্যরকম, কিছু সময়ের ভান্ডার সে যে, এখনো কাচা মাটির মত নরম নরম। ভুলবো, বলা সোজা বলি, দামি যে সে… Continue reading শেষ সম্বল

কাঠালিচাপা

আমি তোমার বাগানের কোণে, এক গাছ কাঠালিচাপা, সারা বছর থাকি শুস্ক রিক্ত, কিছু সময়ের জন্য থাকে সবুজ পাতা। আমার হয় না হিংসা তোমার ঘরের ফুলটাকে, ওই লাল গোলাপের চারা, তোমার ঘরের ভিতর বাড়ে। কি সুন্দর ভালবেসে, জল ঢেলে দাও তার গায়ে, তোমার মমতার আংগুল দিয়ে, মুছে দাও ময়লা পাতায়। আমার হয় না মন খারাপ, কত… Continue reading কাঠালিচাপা

প্ল্যাটফর্ম

স্টেশনের প্ল্যাটফর্মে সেদিন যখন, দাড়িয়েছিলেম অনেকক্ষন একেলা, ছিল ডাউনগাড়ির শেষ প্রদক্ষিণ তখন এবারে হয়ত তার শেডে ফেরার পালা। পাখীগুলি কিচির মিচির গাছে এসে ফিরে, সন্ধ্যা হলে একটু কাছের সংগ পাওয়া, কত কথা বলার বাকি সারাবেলার শেষে, ওইটুকুই তো এই ছোটো সংসারের আশা। আমি বসে ওয়েটিং রুমের জীর্ণ কেদারায়, টিমটিমে আলোর নিচে টেবিলটা ভাংগা, রাতটা কাটাতে… Continue reading প্ল্যাটফর্ম

দোকান টা

আমার দোকান টা গরিয়াহাটের মোড়ের কাছে, পুরানো দোকান ফুটপাথের উপর, ওই বড় শাড়ির দোকানটার সামনে, দোকানে আমার ছোটোদের জামাকাপড় থাকে। বাড়ি আমার অনেক দূরে, আসি যাই ট্রেনে করে, সকালে হই বাহির যখন সকাল আটটা, ফিরি সেই গিয়ে তখন বাজে রাত দশটা। রোজ সকালে খুলি যখন ঝাপি, তমাল ভাই খোলে দোকানের তালা, বাক্স থেকে খুলে সাজাই… Continue reading দোকান টা

তুমি আছ আমি জানি

অনেক ভীড়ের মাঝে, তুমি আছ আমি জানি, কাছে নয় হয়তো, দূরে আছ জানি। কথা বলার মাঝে, তোমার সাথে বলি কথা মনে মনে, তুমি শুনবে বলে, আমি জানি। তুমি আছ, এখানে নয় সেখানে, তবু মধ্যে মনে হয়, আছ তুমি এখানে, দূরে আছে তবুও,আমি জানি। হয়ত আমি পারি না ভালবাসতে, অন্যর মত, তবুও মনের মাঝে তুমি আছ,… Continue reading তুমি আছ আমি জানি

সকালের আভা

একটু না হয় বসতে, কত কাজের ফাকে, উঠেছ তো সেই সকালে, ফুরসত নেই একটু হাতে। জানি বসবে তুমি চা নিয়ে, বিছানাটা ঝেড়ে ঘর গুছিয়ে, তাও যদি সময় থাকে, ঝাড়ন দিয়ে ধুলো সরিয়ে। এমনিতেই সব পরিস্কার, তবুও, গতদিনের ক্লান্ত টেবিল চেয়ার, তোমার মন টাও তো ভাল, ভাব, মুছে রাখা তাদের দরকার। আচ্ছা, কখন বসবে একটু, খেলতে… Continue reading সকালের আভা

my dream

আমার স্বপ্নগুলি, সমস্ত সুন্দর কিন্তু বেদনাদায়ক, কিছু লেপা জোতস্না দিয়ে শান্ত, কিছু সহস্রসলিলার মত চঞ্চল, স্মৃতিপট থেকে খুলে খুলে দেখায়, বিশ্বাসঘাতকের মত।

Published
Categorized as dream

ভালবাসার রঙ

ঝাকরা চুল মেলে একেলা দাঁড়িয়ে, ওই তালগাছটি পুকুর পাড়ের ধারে, ছোটো থেকে বড় হয়েছে পাশে থেকে, কত গ্রীষ্ম বরষা দেখেছে দুজনে একসাথে। সেই চলেছে কত দিন মন দেয়ানেয়া, দুপুরবেলায় শান্ত জলে পরে তালের ছায়া, কত নীরব কথা চলে দুজনের মাঝে, আকাশ ছোয়ার খবর শোনায় পুকুরের কাছে, এই তো সেদিন যখন ভীষণ ঝড় এলো, সারা দিনরাতি… Continue reading ভালবাসার রঙ