আদরের বাবুসোনা,
মাসখানেক খবর নিসনি আমার
তাই ভাবলাম শরীর হয়ত খারাপ
চেষ্টা করলাম চিঠিটা লেখাবার।
চোখের দ্যুতি কবে কমেছে,
হাত পা নড়ে খালি খালি,
মনে পরে কত পুরাতন কথা,
নিজের ভাষায় শুধু কাদি আর হাসি।
হাত পা নড়ে খালি খালি,
মনে পরে কত পুরাতন কথা,
নিজের ভাষায় শুধু কাদি আর হাসি।
খেলতে গিয়ে লেগেছিল তোর,
বয়স তখন ছয় কি সাত,
কি চোখের জলই না ফেলেছিলি,
জানিশ ঘুম হয় নি কত রাত?
বয়স তখন ছয় কি সাত,
কি চোখের জলই না ফেলেছিলি,
জানিশ ঘুম হয় নি কত রাত?
নাতনীর জন্য কিনেছিলাম জামা
বউমার জন্য শারি গোটা কয়েক,
বছর কত হল যে গোনা
সামলে রেখেছি জিনিষখানেক।
বউমার জন্য শারি গোটা কয়েক,
বছর কত হল যে গোনা
সামলে রেখেছি জিনিষখানেক।
একটা কথা শুনবি রে সোনা?
নাকের ফুলটা আমার আছে তোর কাছে,
কিনে রাখনা চাদর একখানা ,
বড্ড ঠান্ডা লাগে রে,
দিস না কবর টা চাপা দিয়ে।।
নাকের ফুলটা আমার আছে তোর কাছে,
কিনে রাখনা চাদর একখানা ,
বড্ড ঠান্ডা লাগে রে,
দিস না কবর টা চাপা দিয়ে।।
